আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ২০২২) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন। আবু ইউসুফ সূর্য পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে সিরাজগঞ্জে পরিচিত।
আবু ইউসুফ সূর্য মঙ্গলবার মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে সাংবাদিকদের বলেন, জীবনের শেষ সময়ে এসে জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চাচ্ছি। আশা করি দল আমাকে সেই সম্মান দেবে। দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র গত রবিবার থেকে বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন ৩৬৫ জন। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা ফরম বিক্রি ও জমা দেওয়ার কাজ চলবে। আগামী ১০ সেপ্টেম্বর শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। ওই দিনের বৈঠকেই চূড়ান্ত হবে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী। গতকালও নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে ধানমন্ডিস্থ কার্যালয়ে শোডাউন দিতে দেখা গেছে মনোনয়ন প্রত্যাশীদের। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পার্টি অফিস ও আশেপাশের এলাকা।
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করলেন সূর্য
বার্তা সরণি প্রতিবেদন
বার্তা সরণি প্রতিবেদন
| অনলাইন সংস্করণ