নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে জমি নিয়ে দ্বন্দ্বে বাবা আবুল কাশেম মোল্লাকে (৫৫) কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে জেসমিন আক্তারের (২৮) বিরুদ্ধে। বুধবার বিকালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কাশেম ওই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে কাসেম মোল্লা তার আরেক মেয়েকে যায়গা রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে বিকালে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত জেসমিন আক্তার তার বাবাকে হত্যার বিষয়টি অস্বীকার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং প্রকৃত হত্যাকারী শনাক্ত করতে নিহতের স্ত্রী ও মেয়েকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, মেয়ে আটক
বার্তা সরণি প্রতিবেদন
বার্তা সরণি প্রতিবেদন
| অনলাইন সংস্করণ