সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মন্ত্রি পরিষদ বিভাগের সাবেক সচিব আকবর আলি খান আর নেই। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছোট ভাই কবির উদ্দিন খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
কবির উদ্দিন বলেন, ‘বড় ভাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে আকবর আলি অসুস্থতা বোধ করছিলেন। এদিন বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সাবেক মন্ত্রি পরিষদ বিভাগের সচিব আকবর আলি ২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। পরে সেই সময় রাজনৈতিক বিরোধের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্নে তিনিসহ চার উপদেষ্টা পদত্যাগ করেছিলেন।
সাবেক আমলা আকবর আলি খান ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি নেন। পরে কানাডার কুইন্স ইউনিরভার্সিটিতে অর্থনীতিতে পড়েছেন। এরপর অর্থনীতি নিয়ে পিএইচডি করেন। পাকিস্তান সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে তিনি সরকারি চাকুরিতে যোগ দেন। অবসর নেন মন্ত্রি পরিষদ সচিব হিসেবে। অর্থ সচিবের দায়িত্বও পালন করেন তিনি।