রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানের সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস ফিলিপ আর্থার জর্জ। যিনি এতদিন প্রিন্স অব ওয়েলস বলে পরিচিত ছিলেন।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়েছে।
কয়েক প্রজন্ম ধরে যুক্তরাজ্যকে দিক নির্দেশনা দিয়েছেন রানি এলিজাবেথ। দায়িত্বের প্রতি নিষ্ঠার কারণে বিশ্বজুড়ে মানুষের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন। ১৯৫২ সালে সিংহাসনে আরোহন করেছিলেন তিনি। এই বছর সিংহাসন আরোহণের ৭০ বছর তিনি পালন করেছেন। অনেকের নতুন এলিজাবেথীয় যুগ বলে পরিচিত অধ্যায়ের সমাপ্তি ঘটে বৃহস্পতিবার।
মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে দেয়া বার্তায় চার্লস বলেন, ‘‘এটা আমার এবং আমার পরিবারের জন্য সবচেয়ে দুঃখের মুহূর্ত।”
রানির মৃত্যুতে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে চার্লস সরাসরি রাজ হয়ে গেলেও নানা ঐতিহ্যগত অনুষ্ঠান এবং অভিষেক অনুষ্ঠানে রাজমুকুট পরার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সম্রাজ্যে চার্লাসের শাসনামল শুরু হবে।
রাজা হওয়ার পর এখন চার্লসকে প্রথমেই নিজের জন্য একটি নাম বেছে নিতে হবে। তিনি নিজেকে রাজা তৃতীয় চার্লস বলে পরিচিত করতে পারেন বা অন্য কোনো নামও বেছে নিতে পারেন।
যেমন তার নানা রাজা ষষ্ঠ জর্জের আসল নাম ছিল অ্যালবার্ট। কিন্তু রাজা হওয়ার পর তিনি তার নামের মধ্যম অংশ ব্যবহার করা শুরু করেন।চার্লসও তার নামের চারটি অংশ চার্লস ফিলিপ আর্থার জর্জ থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন। রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর শুধু চালর্স নয় তার বড় ছেলে উইলিয়ামেরও টাইটেল পরিবর্তন হয়ে গেছে। তিনি এখন যুবরাজ। চার্লসের স্ত্রী ক্যামিলা এখন কুইন কনসোর্ট। ব্রিটিশ রাজার স্ত্রী কনসোর্ট টাইটেল পান।