‘স্তন ক্যান্সার-সম্পর্কিত লিম্ফেডেমা; একটি পুরানো সমস্যা নতুন অন্তর্দৃষ্টি’ শীর্ষ একটি সেমিনার আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়। সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. আলফোনস জি তাঘিয়ান। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সেমিনার চলে। স্তন ক্যান্সার সার্জারির পর যে লিম্ফেডেমা হয়, সেই ব্যাপারে বিস্তারিত আলোকপাত করেন ডা. আলফোনস জি তাঘিয়ান।
ডা. আলফোনস জি তাঘিয়ান ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (ইউএসএ) ব্রেস্ট রেডিয়েশন অনকোলজির ডিরেক্টর এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের রেডিয়েশন অনকোলজির অধ্যাপক। ১৪০টিরও বেশি পিয়ার রিভিউ করা নিবন্ধ, সাধারণ পর্যালোচনা এবং অধ্যায় প্রকাশ করেছেন। সেই সাথে স্তন ক্যান্সারের চিকিৎসায় মাল্টিডিসিপ্লনারি পদ্ধতির উপর একটি বই সম্পাদনা করেছেন। তিনি স্তন বিকিরণ অনকোলজিতে বিশেষ করে অ্যাক্সিলারেটেড আংশিক ব্রেস্ট ইরেডিয়েশন (এপিবিআই) ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা।
বুধবারের সেমিনারে উপস্থিত ছিলেন শহীদ মনসুর আলী ট্রাস্ট ও গভর্নিং বডি এর চেয়ারম্যান মিসেস লায়লা আরজুমান্দ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
শহীদ মনসুর আলী মেডিক্যালে সেমিনারে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক আলফোনস
স্তন ক্যান্সার-সম্পর্কিত লিম্ফেডেমা; একটি পুরানো সমস্যা নতুন অন্তর্দৃষ্টি
বার্তা সরণি প্রতিবেদন
বার্তা সরণি প্রতিবেদন
| অনলাইন সংস্করণ