শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

  ঢাকা, বাংলাদেশ  |  আজকের পত্রিকা  |  ই-পেপার  |  আর্কাইভ   |  কনভার্টার  |   অ্যাপস  |  বেটা ভার্সন

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

  |  ঢাকা, বাংলাদেশ  |  আজকের পত্রিকা  |  ই-পেপার  |  আর্কাইভ   |   কনভার্টার  |   অ্যাপস  |  বেটা ভার্সন

ভারতে খেলার আমন্ত্রণে, সিদ্ধান্ত নেননি মাশরাফি

বার্তা সরণি প্রতিবেদন

বার্তা সরণি প্রতিবেদন

| অনলাইন সংস্করণ

আগেই থেকেই শোনা যাচ্ছিল এমন তথ্য। ভারতে এবার অনুষ্ঠেয় লিজেন্ডস লিগ ক্রিকেটে বিশেষ চ্যারিটি ম্যাচে খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ওই চ্যারিটি ম্যাচের জন্য ওয়ার্ল্ড জায়ান্টসের ঘোষিত দলে তার নামও রয়েছে। মাশরাফির ঘনিষ্ঠ সূত্রেও জানা গেছে, খেলার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। কিন্তু ওই সূত্র আরও জানিয়েছে, সেখানে খেলার জন্য সাবেক অধিনায়ক নিশ্চিত নন পুরোপুরি। তাই কাগজপত্রে সই করেননি এখনও। 

স্পোর্টসস্টারের দেওয়া তথ্য অনুযাযী, ইডেন গার্ডেনসে ১৬ সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে হবে ওই বিশেষ ম্যাচ। আর সেটি দিয়েই ওই টুর্নামেন্ট মাঠে গড়াবে। ওই ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। মহারাজাসের নেতৃত্বে থাকবেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা মাশরাফি সর্বশেষ খেলেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এখনও অবসর ঘোষণা করেননি তিনি। 

স্কোয়াড:

ইন্ডিয়া মহারাজাস: সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, সুব্রামানিয়াম বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিন্নি, শ্রীশান্থ, হরভজন সিং, নোমান ওঝা (উইকেটরক্ষক), অশোক ডিন্ডা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জগিন্দর শর্মা, রিটিন্দন সিং সোধি।

ওয়ার্ল্ড জায়ান্টস: ইয়ন মর্গান, লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মুর্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীত বস্ত্র বিতরণ করলো মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন

বার্তা সরণি প্রতিবেদক:প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় খড়কুটো জ্বালিয়ে আগুনের সাহায্যে শীত নিবারণ করছে পাবনার সাঁথিয়াবাসী। শীতের তীব্রতা অনেকাংশই বেশি এখানে। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির...

মেধাবি সিয়ামের পড়ালেখার দায়িত্ব নিলেন মানবিক এমপি জয়

মানবতায় এগিয়ে আসলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও উত্তরবঙ্গের কৃতি সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে রাজশাহী বোর্ডে প্রথম...

বঙ্গবন্ধুকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেতো না : মেয়র তাপস

বার্তা সরণি প্রতিবেদক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭২ সালের ১০...

আগেই থেকেই শোনা যাচ্ছিল এমন তথ্য। ভারতে এবার অনুষ্ঠেয় লিজেন্ডস লিগ ক্রিকেটে বিশেষ চ্যারিটি ম্যাচে খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ওই চ্যারিটি ম্যাচের জন্য ওয়ার্ল্ড জায়ান্টসের ঘোষিত দলে তার নামও রয়েছে। মাশরাফির ঘনিষ্ঠ সূত্রেও জানা গেছে, খেলার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। কিন্তু ওই সূত্র আরও জানিয়েছে, সেখানে খেলার জন্য সাবেক অধিনায়ক নিশ্চিত নন পুরোপুরি। তাই কাগজপত্রে সই করেননি এখনও। 

স্পোর্টসস্টারের দেওয়া তথ্য অনুযাযী, ইডেন গার্ডেনসে ১৬ সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে হবে ওই বিশেষ ম্যাচ। আর সেটি দিয়েই ওই টুর্নামেন্ট মাঠে গড়াবে। ওই ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। মহারাজাসের নেতৃত্বে থাকবেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা মাশরাফি সর্বশেষ খেলেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এখনও অবসর ঘোষণা করেননি তিনি। 

স্কোয়াড:

ইন্ডিয়া মহারাজাস: সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, সুব্রামানিয়াম বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিন্নি, শ্রীশান্থ, হরভজন সিং, নোমান ওঝা (উইকেটরক্ষক), অশোক ডিন্ডা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জগিন্দর শর্মা, রিটিন্দন সিং সোধি।

ওয়ার্ল্ড জায়ান্টস: ইয়ন মর্গান, লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মুর্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক)।