সোশ্যাল মিডিয়ার যুগে যে কেউ যে কারও সঙ্গে সহজেই দ্বিমত পোষণ করতে পারেন। কোনো রকমের যাচাই বাছাই ছাড়াই যে কোনো মন্তব্য বা পোস্ট করতে পারেন। এ সুযোগে অনেকে ফেসবুকের কমেন্ট ঘরে ও টাইমলাইনে ধারণাপ্রসূত বা অনুমাননির্ভর এমন সব কথা লিখে দেন যা ডাহা মিথ্যাচার ও অপবাদ ছাড়া কিছু নয়। কখনো এমন সব গুজব ছড়িয়ে দেন যার ফলে সারা দেশে অরাজকতা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। এসব অত্যন্ত গর্হিত কাজ। ইসলাম এসব বিষয়কে কঠিনভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।
কুরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।’ (সূরা হুজরাত : ১২)।