২০২৩ সালের নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা ২০২৪ সালের জানুয়ারিতে হতে পারে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন কমিশনার মো. আলমগীর।
একাদশ সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩১ জানুয়ারি। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান।
দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখা প্রকাশ
তফসিল ২০২৩ সালের নভেম্বরে, ভোট ডিসেম্বরের শেষ সপ্তাহে
বার্তা সরণি প্রতিবেদন
বার্তা সরণি প্রতিবেদন
| অনলাইন সংস্করণ