মধ্যরাতে ঘন কুয়াশার কারণে ঢাকায় আসা সাতটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। সেগুলো ভারতের কলকাতা বিমানবন্দরে চলে যায়। অপর একটি ফ্লাইট মালয়েশিয়া থেকে উড্ডয়নের দু ঘণ্টা পর কুয়াশা পরিস্থিতি জানতে পেরে ফের মালয়েশিয়ায় চলে যায়।
ঢাকার ওপর চক্কর দিয়ে ঘুরে যাওয়া ফ্লাইটগুলোর মধ্যে সালাম এয়ার, কুয়েত এয়ার, এয়ার এরাবিয়া, জাজিরা এয়ারলাইন্স, গালফ এয়ার, মালিন্দো ও বাংলাদেশ বিমানের সাতটি ফ্লাইট কলকাতা নেমেছে। কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট ওড়ার ২ ঘণ্টা উড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার বিষয়ে জানতে পেরে মাঝ আকাশ থেকেই কুয়ালালামপুর ফিরে যায়।
অপরদিকে সৌদির জেদ্দা থেকে ঢাকার একটি ফ্লাইট যাত্রা বাতিল করেছে।ঢাকা থেকে উড়তে যে ফ্লাইটগুলোর দেরি হয়েছে হয়েছে তার মধ্যে রয়েছে, ওমান এয়ার, বিমান বাংলাদেশ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স, হিমালয়া এয়ারলাইন্স ও ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, কনকনে শীতের মধ্যে ঘন কুয়াশা থাকায় গত কয়েক দিন ধরেই রাতে ও সকালের দিকে ঢাকায় ফ্লাইট ওঠানামা ব্যাহত হচ্ছে। দৃষ্টিসীমা কমে আসায় অবতরণে ঝুঁকি এড়াতে আশপাশের অন্য কোনো বিমানবন্দরে নামাতে হচ্ছে উড়োজাহাজ। তাতে ভোগান্তি হচ্ছে যাত্রীদের। বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশা কমে যাওয়ার পর আকাশে চক্কর দিতে থাকা ও কলকাতা থেকে আসা ফ্লাইটগুলোকে আগে অবতরণের সুযোগ দেওয়া হবে। এরপর ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট উড্ডয়ন করতে দেওয়া হবে।