শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

  ঢাকা, বাংলাদেশ  |  আজকের পত্রিকা  |  ই-পেপার  |  আর্কাইভ   |  কনভার্টার  |   অ্যাপস  |  বেটা ভার্সন

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

  |  ঢাকা, বাংলাদেশ  |  আজকের পত্রিকা  |  ই-পেপার  |  আর্কাইভ   |   কনভার্টার  |   অ্যাপস  |  বেটা ভার্সন

ব্রিটেনে কান্না, শোকার্ত মানুষের ভিড়

রানি এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বার্তা সরণি প্রতিবেদন

বার্তা সরণি প্রতিবেদন

| অনলাইন সংস্করণ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে রানির মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই তারা পৃথক বার্তায় শোক প্রকাশ করেন।

বিবৃতিতে রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্রিটে‌নের ই‌তিহা‌সে দীর্ঘতম সম‌য় ধরে সিংহাসনে থাকা রানি এ‌লিজা‌বেথ আ‌লেক্সজান্দ্রা মে‌রি উইন্ডসর ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্প‌তিবার বি‌কে‌লে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে) মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় তিনি চি‌কিৎস‌কদের তত্বাবধা‌নে ছি‌লেন। স্কটল্যান্ডের এবার‌র্ডিনের কা‌ছে বাল‌মোরা‌লে তার স্ক‌টিশ এস্টেটে রানি এলিজাবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন ব‌লে বৃহস্প‌তিবার বা‌কিংহাম প্যালেসের প‌ক্ষে দেওয়া বিবৃ‌তি‌তে বলা হ‌য়েছে।

ব্রিটেনে কান্না, শোকার্ত মানুষের ভিড়

কুইন আর কা‌ন্ট্রিকে ব্রিটে‌নের মানুষ ভালোবা‌সে। সেই কুইন ব্রিটে‌নের ই‌তিহা‌সের দীর্ঘতম সম‌য়ের রানি এ‌লিজা‌বেথ আ‌লেক্সজান্দ্রা মে‌রি উইন্ডসর স্থানীয় সময় বৃহস্প‌তিবার বি‌কে‌লে পাড়ি জমিয়ে‌ছেন পর‌লো‌কে। ব্রিটে‌ন ও কমনও‌য়েলথভুক্ত ১৪টি দে‌শের রানি দ্বিতীয় এলিজা‌বেথ অসুস্থ অবস্থায় চি‌কিৎস‌কদের তত্ত্বাবধা‌নে ছি‌লেন স্কটল্যান্ডের এবার‌র্ডিনের কা‌ছে বাল‌মোরা‌লে তার স্ক‌টিশ এস্টেটে। সেখা‌নেই তি‌নি শেষ নিশ্বাস ত্যাগ ক‌রেন ব‌লে বৃহস্প‌তিবার বা‌কিংহাম প্যা‌লে‌সের প‌ক্ষে দেওয়া বিবৃ‌তি‌তে বলা হ‌য়েছে।

৯৬ বছর বয়সী রানীর মৃত্যুর খব‌রে ‌ব্রিটে‌নজু‌ড়ে মানু‌ষের ম‌ধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উ‌দ্বেগ বিরাজ কর‌ছে। বা‌কিংহাম প্যা‌লে‌সের বাই‌রে বহু মানুষকে দাঁড়িয়ে কাঁদতে দেখা গে‌ছে। সেখানে শোকার্ত মানুষের ভিড় তৈরি হয়েছে। রানি এ‌লিজা‌বেথ কেবল সম্রাজ্ঞী হি‌সে‌বেই নন, আবেগের জায়গা থেকে ও নানা কার‌ণে তিনি ব্রিটেনসহ বিশ্বজুড়ে দে‌শে দেশে মানু‌ষের ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা দখল করে ছি‌লেন। রাজশাষণ না থাক‌লেও ব্রিটিশ জনগ‌ণের শ্রদ্ধা, আস্থা আর ভালোবাসার আস‌নে ছিলেন রানি। ছিলেন তাদের সম্মানের প্রতীক।

রানি দ্বিতীয় এ‌লিজা‌বেথ ১৯৮৩ সা‌লে বাংলা‌দেশ সফর ক‌রেন। সেবছর ১৪ থে‌কে ১৯ ন‌ভেম্বর তি‌নি রাজকীয় সফরকা‌লে চট্টগ্রা‌মের এক‌টি গ্রা‌মে ট্রেনে ভ্রমণ ক‌রেন। জাতীয় স্মৃ‌তি‌সৌ‌ধে বাংলা‌দে‌শের স্বাধীনতা যুদ্ধে শহীদ‌দের সম্মা‌নে পুস্পার্ঘও অর্পন ক‌রেন রানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীত বস্ত্র বিতরণ করলো মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন

বার্তা সরণি প্রতিবেদক:প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় খড়কুটো জ্বালিয়ে আগুনের সাহায্যে শীত নিবারণ করছে পাবনার সাঁথিয়াবাসী। শীতের তীব্রতা অনেকাংশই বেশি এখানে। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির...

মেধাবি সিয়ামের পড়ালেখার দায়িত্ব নিলেন মানবিক এমপি জয়

মানবতায় এগিয়ে আসলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও উত্তরবঙ্গের কৃতি সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে রাজশাহী বোর্ডে প্রথম...

বঙ্গবন্ধুকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেতো না : মেয়র তাপস

বার্তা সরণি প্রতিবেদক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭২ সালের ১০...

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে রানির মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই তারা পৃথক বার্তায় শোক প্রকাশ করেন।

বিবৃতিতে রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্রিটে‌নের ই‌তিহা‌সে দীর্ঘতম সম‌য় ধরে সিংহাসনে থাকা রানি এ‌লিজা‌বেথ আ‌লেক্সজান্দ্রা মে‌রি উইন্ডসর ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্প‌তিবার বি‌কে‌লে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে) মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় তিনি চি‌কিৎস‌কদের তত্বাবধা‌নে ছি‌লেন। স্কটল্যান্ডের এবার‌র্ডিনের কা‌ছে বাল‌মোরা‌লে তার স্ক‌টিশ এস্টেটে রানি এলিজাবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন ব‌লে বৃহস্প‌তিবার বা‌কিংহাম প্যালেসের প‌ক্ষে দেওয়া বিবৃ‌তি‌তে বলা হ‌য়েছে।

ব্রিটেনে কান্না, শোকার্ত মানুষের ভিড়

কুইন আর কা‌ন্ট্রিকে ব্রিটে‌নের মানুষ ভালোবা‌সে। সেই কুইন ব্রিটে‌নের ই‌তিহা‌সের দীর্ঘতম সম‌য়ের রানি এ‌লিজা‌বেথ আ‌লেক্সজান্দ্রা মে‌রি উইন্ডসর স্থানীয় সময় বৃহস্প‌তিবার বি‌কে‌লে পাড়ি জমিয়ে‌ছেন পর‌লো‌কে। ব্রিটে‌ন ও কমনও‌য়েলথভুক্ত ১৪টি দে‌শের রানি দ্বিতীয় এলিজা‌বেথ অসুস্থ অবস্থায় চি‌কিৎস‌কদের তত্ত্বাবধা‌নে ছি‌লেন স্কটল্যান্ডের এবার‌র্ডিনের কা‌ছে বাল‌মোরা‌লে তার স্ক‌টিশ এস্টেটে। সেখা‌নেই তি‌নি শেষ নিশ্বাস ত্যাগ ক‌রেন ব‌লে বৃহস্প‌তিবার বা‌কিংহাম প্যা‌লে‌সের প‌ক্ষে দেওয়া বিবৃ‌তি‌তে বলা হ‌য়েছে।

৯৬ বছর বয়সী রানীর মৃত্যুর খব‌রে ‌ব্রিটে‌নজু‌ড়ে মানু‌ষের ম‌ধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উ‌দ্বেগ বিরাজ কর‌ছে। বা‌কিংহাম প্যা‌লে‌সের বাই‌রে বহু মানুষকে দাঁড়িয়ে কাঁদতে দেখা গে‌ছে। সেখানে শোকার্ত মানুষের ভিড় তৈরি হয়েছে। রানি এ‌লিজা‌বেথ কেবল সম্রাজ্ঞী হি‌সে‌বেই নন, আবেগের জায়গা থেকে ও নানা কার‌ণে তিনি ব্রিটেনসহ বিশ্বজুড়ে দে‌শে দেশে মানু‌ষের ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা দখল করে ছি‌লেন। রাজশাষণ না থাক‌লেও ব্রিটিশ জনগ‌ণের শ্রদ্ধা, আস্থা আর ভালোবাসার আস‌নে ছিলেন রানি। ছিলেন তাদের সম্মানের প্রতীক।

রানি দ্বিতীয় এ‌লিজা‌বেথ ১৯৮৩ সা‌লে বাংলা‌দেশ সফর ক‌রেন। সেবছর ১৪ থে‌কে ১৯ ন‌ভেম্বর তি‌নি রাজকীয় সফরকা‌লে চট্টগ্রা‌মের এক‌টি গ্রা‌মে ট্রেনে ভ্রমণ ক‌রেন। জাতীয় স্মৃ‌তি‌সৌ‌ধে বাংলা‌দে‌শের স্বাধীনতা যুদ্ধে শহীদ‌দের সম্মা‌নে পুস্পার্ঘও অর্পন ক‌রেন রানি।