বার্তা সরণি প্রতিবেদক:
প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় খড়কুটো জ্বালিয়ে আগুনের সাহায্যে শীত নিবারণ করছে পাবনার সাঁথিয়াবাসী। শীতের তীব্রতা অনেকাংশই বেশি এখানে। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশাও। এদিকে হাড় কাঁপানো ঠান্ডায় কাজে যেতে না পেরে মানবেতর জীবনযাপন খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে এবার তাদের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব মোঃ নাসিম ফাউন্ডেশন।
আজ বুধবার (১১ জানুয়ারি) পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সোনাতলা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এক হাজার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় আলহাজ¦ মোঃ নাসিম ফাউন্ডেশনটির পক্ষ থেকে। দিন এনে দিনে খাওয়া এই মানুষগুলো এমনিতে কষ্টে আছেন। তার মধ্যে তীব্র শীত। নেই গরম কাপড়। সবমিলে কষ্ট যেন দ্বিগুণ। শীত নিবারণে কম্বল পেয়ে তারা মহাখুশি।
কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ (দেলোয়ার), সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খোকন, নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান (হাফিজ), নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. গোলাম সাকলাইন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান আলী মোল্লা, মো. জালাল উদ্দিন (মাস্টার), মো. মিনহাজুল জান্নাত, বিশিষ্ট সমাজ সেবক মো. রফিকুল ইসলাম মোল্লা,নাগডেমরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়্মাী লীগের সভাপতি মো. রমিজুল ইসলাম (ঠান্টু), বিশিষ্ট ব্যবসায়ী মো. আ. রহিম, সমাজ সেবক মো. দুলাল উদ্দিন মোল্লাসহ নাগডেমরা ইউনিয়নের সকল ওয়ার্ডের নির্বাচিত মেম্বারগণ।
আলহাজ্ব মোঃ নাসিম ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে আলহাজ্ব মোঃ নাসিম ফাউন্ডেশন। প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি।