দেশ মাতিয়ে এবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা জুটির বিগ বাজেটের সিনেমা ‘দিন- দ্য ডে’। ইতিমধ্যেই তিনি মালয়েশিয়া পৌঁছে সেখানকার বিমান বন্দরের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, অনন্ত-বর্ষা দম্পতি বেশ হাসিখুশি ভাবে বিমানবন্দরে গাড়িতে চড়ছেন।
অনন্ত জলিল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন, আলহামদুলিল্লাহ। আমি ও বর্ষা আজ সকাল ৮:০০ টার সময় ভালোভাবে মালয়েশিয়াতে পৌঁছেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের লক্ষ্য অর্জন করে সুন্দরভাবে দেশে ফিরতে পারি।
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সেখানকার ১৫টি প্রেক্ষাগৃহে দেখানো হবে সিনেমাটি। এ উপলক্ষে সোমবার দিনগত রাত ২টার একটি ফ্লাইটে মালয়েশিয়ার অনন্ত-বর্ষা।
এর আগে অনন্ত তার পোষ্টে লিখেছেন, ‘আগামী ১৪ সেপ্টেম্বর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদেরকে নিয়ে একটি প্রেস কনফারেন্স, ১৬ সেপ্টেম্বর কেএলসিসি কুয়ালালামপুরে এবং ১৮ সেপ্টেম্বর এমএম সিনেপ্লেক্স সিটি স্কয়ার জোহর বাহরুতে ‘দিন: দ্য ডে’ সিনেমাটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছে।’
আরেকটি পোস্টে অনন্ত জলিল জানিয়েছেন, প্রথম সপ্তাহে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ১১টি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘দিন- দ্য ডে’। কিন্তু মালয়েশিয়া প্রবাসীদের আগ্রহ-উদ্দীপনা এবং অগ্রিম টিকিট বিক্রির অবস্থা দেখে কর্তৃপক্ষ প্রথম সপ্তাহে আরও চারটি হল বাড়িয়ে মোট ১৫টি হলে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছে
মালয়েশিয়া প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে অনন্ত জলিল লিখেছেন, ‘আপনাদের এই আগ্রহ-উদ্দীপনা এবং ভালোবাসা দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।’
প্রসঙ্গত, ‘দিন- দ্য ডে’ বাংলাদেশে মুক্তি পায় গত ১০ জুলাই। এখনো সেটি চলছে বিভিন্ন হলে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এ সিনেমা পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত-বষা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর এবং ইরান, তুরস্ক ও আফগানিস্তানের শিল্পীরা। শুটিংও হয়েছে এসব দেশে।