কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় এক বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণ হয়ে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে একে একে পাঁচজনই মারা যান। বেঁচে ছিল শুধুই মো. ইয়াছিন (১২)। বৃহস্পতিবার সকালে ইয়াছিনও মারা গেছেন। ফলে এ দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে কেউই বেঁচে রইল না। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ইয়াছিনের মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, দগ্ধদের পরিবারের ছয়জনেরই মৃত্যু হয়েছে। আজ সকালে সর্বশেষ ইয়াছিনের মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে মৃত অন্য পাঁচজন হলেন— মরিয়ম (৮), শাহাদাত হোসেন (২৫), বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬)।
প্রসঙ্গত ৩০ আগস্ট ভোরে এ ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি হয়েছে।