নতুন বছরে আওয়ামী লীগের প্রাধান্য জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে এ বছর হবে ক্ষমতাসীন দলের নির্বাচনি প্রস্তুতি ও প্রচারণার বছর। বছরজুড়েই সরকারের উন্নয়ন প্রচারণা নিয়ে মাঠে সক্রিয় থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন আওয়ামী লীগের নেতারা বলেন, বিরোধী দলের অপ্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করা হবে। রাজনীতির মাঠ দখলে রাখার ঘোষণাও দেন তারা।
ইংরেজি বছরের প্রথম দিন রবিবার রাজধানীর সোবহানবাগ এলাকায় এক অনুষ্ঠানে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। ইংরেজি নতুন বছরের আগমন উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ তোফাজ্জল হোসেন দয়াল, কলাবাগান থানা আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ ঢালী, নজরুল ইসলাম সাধু, আবুল কালাম, মুক্তিযোদ্ধা হেদায়েত মাস্টারসহ কলাবাগান থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।