নবীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ।
ওসি জানান, শুক্রবার সকালে নবীগঞ্জ পৌর বিএনপি গোল্ডেন প্লাজা এলাকায় একটি সমাবেশ আহ্বান করে। এর বিপরীতে দিকে একইসময়ে পৌর আওয়ামী অপর একটি সমাবেশ আহ্বান করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাই উপজেলা প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন। ওসি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।