চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ওই ইউনিয়নের হর্নিদুর্গাপুর গ্রামের মুনছুর আহাম্মদের ছেলে মো. আব্দুল আজিজ রিহান (২০) ও মো. শাহ আলমের ছেলে আব্দুল কাদির নিরব (২০)।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ে। প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার পথে বখাটে দুই যুবক মেয়েটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন বিকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাকে টানাহেঁচড়া করে তারা।
একপর্যায়ে তাকে শ্লীলতাহানি করলে সে চিৎকার করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। দুই বখাটেকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনদর্পণ প্রতিবেদন
বার্তা সরণি প্রতিবেদন
| অনলাইন সংস্করণ