আগামী ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হবে। একইসঙ্গে এদিন থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচিরও কিছুটা পরিবর্তন হবে।
সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি থেকে সকাল সাড়ে ৮টা-সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। তবে সকাল ৮টায় মূল গেট খুলে দেওয়া হবে। আগামী ২৬ মার্চ থেকে সব স্টেশন চালু করা হবে।’
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের পর ২৯ ডিসেম্বর যাত্রী চলাচলের প্রথম দিন থেকেই সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করে আসছে মেট্রোট্রেন।