বার্তা সরণি প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনা মূল্যে স্তন ক্যান্সার চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ডাক্তার আলফোনস জি তাঘিয়ান চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন। ডা. আলফোনস জি তাঘিয়ান ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (ইউএসএ) ব্রেস্ট রেডিয়েশন অনকোলজির ডিরেক্টর এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের রেডিয়েশন অনকোলজির অধ্যাপক। ১৪০টিরও বেশি পিয়ার রিভিউ করা নিবন্ধ, সাধারণ পর্যালোচনা এবং অধ্যায় প্রকাশ করেছেন। সেই সাথে স্তন ক্যান্সারের চিকিৎসায় মাল্টিডিসিপ্লনারি পদ্ধতির উপর একটি বই সম্পাদনা করেছেন। তিনি স্তন বিকিরণ অনকোলজিতে বিশেষ করে অ্যাক্সিলারেটেড আংশিক ব্রেস্ট ইরেডিয়েশন (এপিবিআই) ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা।
স্তন ক্যান্সার চিকিৎসা সেবা ক্যাম্পেইনে উপস্থিত থাকবেন শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস লায়লা আরজুমান্দ, সংসদ সদস্য তারভীর শাকিল জয়সহ হাসপাতালের চিকিৎসকরা। এই ক্যাম্পেইনে শতভাগ গোপনীয়তা রক্ষা করে স্তন পরীক্ষা করবে। দেশে আগে বয়স্ক নারীদের স্তন ক্যানসার বেশি হলেও এখন কম বয়সীদের হচ্ছে। কিন্তু নারীরা রোগটি গোপন করে রাখে। এই মানসিকতা পাল্টাতে হবে। স্তন শরীরের একটি অংশ। স্তন ক্যান্সার রুখে দিতে সচেতনায় হলো সমাধান। এক গবেষণায় দেখা গেছে, জনগণের অসচেতনতা ও ভুল পরীক্ষণ, দুর্বল আর্থ-সামাজিক অবকাঠামো এবং পরিবেশের কারণে বাংলাদেশে ৬৫.৫ শতাংশ স্তন ক্যান্সারের রোগীর রোগ নির্ণয় ছয় মাসেরও বেশি সময় বিলম্বিত হয়। এটি ক্রমে বাড়ছে। প্রতি বছর ১২,০০০ জনেরও বেশি রোগী নতুনভাবে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় এবং মৃত্যুর হার বেড়ে প্রায় ৭,০০০-এ দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ডাক্তার আলফোনস জি তাঘিয়ান সেবা ও পরামর্শ দেবেন
শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজে বিনা মূল্যে স্তন ক্যান্সার চিকিৎসা ক্যাম্পেইন আগামীকাল
বার্তা সরণি প্রতিবেদন
বার্তা সরণি প্রতিবেদন
| অনলাইন সংস্করণ

