বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ.লীগের সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে সমুচিত জবাব দেবে যুবলীগ।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবাদ ও সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে এ বিশাল জনসভার আয়োজন করেন। জনসভায় হাজারো মানুষের সমাগম ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ.লীগের সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ।
স্থানীয় আ.লীগ নেতা ও বাজার বনিক সমিতির সভাপতি মো. ইউনুস হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আ.লীগ নেতা মো. শাহ আলম তালুকদার, আ.লীগ নেতা সোবাহান হাওলাদার, সেলিম হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, মৎস্যজীবি লীগ সহ সভাপতি মো.আলমগীর হোসেন, যুবলীগ নেতা আল আমীন গোলদার, রামীম আহমেদ, শাহীন মিয়া নবী, শ্রমিক লীগ নেতা নাসির জমাদ্দর, কবির হোসেন, আসলাম জমাদ্দার, শাহীন খান, সোহাগ মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তাজউদ্দিন আহম্মেদ বলেন, বিএনপি-জামায়াত‘র আগুন সন্ত্রাসীর মাধ্যমে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। রেহাই পায়নি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার-সুপারভাইজার। এই আগুন সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়।
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য রাজ পথেই মোকাবেলা করতে হবে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ আগুন সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেস্টা চালিয়েছে। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন এবং থাকবেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ যাতে আবারও ক্ষমতায় আসতে পারে সেজন্য আমাদের সকলকে কাজ করতে হবে।
উল্লেখ্য, তাজউদ্দিন আহম্মেদ গত ৮ দিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ প্রতিবাদ ও সচেতনতা সভা করে আসছেন।