দেশের খ্যাতনাম স্থপতিদের মধ্যে অন্যতম এহসান খান। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হাতিরঝিল উন্নয়ন প্রকল্প, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, গুলশান-বনানী লেক ব্রিজসহ বিভিন্ন প্রকল্প ও স্থাপনার নকশা প্রণয়ন করেছেন তিনি। তবে, জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা হিসেবে বঙ্গবন্ধুর সমাধিসৌধের নকশা প্রণয়নের কাজটিকেই এগিয়ে রাখেন। আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী। দিনটিকে উপলক্ষ করে ইত্তেফাক অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থপতি এহসান খান তুলে ধরেছেন বঙ্গবন্ধুর সমাধিসৌধের নকশা প্রণয়ন ও নির্মাণের পেছনের গল্প।